হাবিবুল আলম: সংসদে এক তৃতীয়াংশ নারী আসন সংরক্ষণের বিলটি পাস করার প্রশংসা করেছে ভারতীয় মিডিয়া। টাইমস অফ ইন্ডিয়ার তাদের সম্পাদকীয়তে বলে, এটা কোনো গোপন বিষয় নয় যে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার ফলে মেয়েদেরকে অনেক পেছনে ফেলে দেয়া হয়েছে। আর ফলে মেয়েরা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক দিক দিয়েও অবহেলিত হয়েছে। ‘নারীদের জন্য এটা হলো বড় একটি পদক্ষেপ’ এই শিরোনামে হিন্দু পত্রিকা হেডলাইন করেছে। এদিকে, বিল পাস হওয়ায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কংগ্রেস সভানেত্রী বলেন, আমার ভালো লাগছে উচ্চ কক্ষে বিল পাস হওয়ায়। সোনিয়া গান্ধী বলেন, রাজনীতি সবসময়ই ঝুকির বিষয়। আপনি যখন নতুন কিছু করতে যাবেন তখনই প্রতিরোধ আসবে। সব দলেই বাধা আসবে , আমার দলেও আছে এদিকে প্রধানমন্ত্রী মনমোহন সিং ও বিলকে উল্লেখযোগ্য উন্নয়ন বলে আখ্যা দিয়েছেন।
নৃত্যশিল্পী মল্লিকা সারাভাই গত বছর সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি বলেন, ৬২ বছর আগে ভারতের স্বাধীনতার পর যে নারীদের ক্ষমতায়নের জন্য যে অঙ্গিকার করেছিল তা পূর্ণতা পেল। ভয়ভীতিহীন মর্যাদা নিয়ে থাকাটা সত্যিই আনন্দের। মল্লিকা আরো বলেন, অর্ধেক গাছ যেমন বেঁচে থাকতে পারে না তেমনি নারীদের বাদ দিয়ে দেশ এগিয়ে যেতে পারবে না। আজ আমরা একটি ভালো দেশের দিকে এগিয়ে যাচ্ছি বলে মনে করছি।
ভারতের রাজ্যসভায় মোট আসনের এক তৃতীয়াংশ নারীদের জন্য সংরক্ষণ রাখার বিল পাস হয়েছে গত মঙ্গলবার। পরের এই বিল অনুমোদনের জন্য নিুকক্ষ বিধানসভায় যাবে। আর ধারণা করা হচ্ছে নিুকক্ষে এ নিয়ে আরো হৈচৈ হতে পারে। উল্লেখ্য ১৪ বছর আগে এ বিলটি প্রথমবারের মতো সংসদে উত্থাপতি হলে সমাজতান্ত্রিক দলগুলো বিরোধিতা শুর করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



