প্রধানমন্ত্রীর ছেলে সজিব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণে বিএনপির প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সংসদ সদস্য মির্জা আজম বলেছেন, ‘জয়ের বিরুদ্ধে প্রমাণ ছাড়া কেউ মিথ্যাচার করলে তার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
শনিবার বিকালে দলের ধানমণ্ডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা আজম এসব বলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের ছেলে তারেক রহমানের দুর্নীতির কথা সবাই জানে। তার দুর্নীতির সঙ্গে সমান্তরাল করতে জয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে তারা।
মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রীর ছেলে জয় যুক্তরাষ্ট্রে তথ্য-প্রযুক্তি গবেষণায় ব্যস্ত সময় পার করছেন। তার পেশার সঙ্গে দুর্নীতির কোন সম্পর্ক নেই।
প্রসঙ্গত, গত ১১ মার্চ সংসদ অধিবেশনের শেষ দিনে বিরোধী দলীয় চিফ হুইপ তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রীর ছেলে জয় অবৈধভাবে ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত। এতে দেশ কোটি কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ সময় আওয়ামী লীগ সংসদ সদস্যরা তুমুল হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে ডেপুটি স্পীকার কর্নেল (অব.) শওকত আলী জয়নাল আবদিনের মাইক বন্ধ করে দেন। প্রতিবাদে বিএনপি সংসদ থেকে ওয়াক আউট করে ঘন্টাখানেক পর আবার সংসদে যোগ দেয়।
পরের দিন গতকাল শুক্রবার সংবাদ সম্মেলন করে সজীব ওয়াজেদ জয় যে অবৈধ ভিওআইপি ব্যবসার সঙ্গে জড়িত তার প্রমাণ বিএনপির কাছে রয়েছে বলে দাবি করেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমেরিকা ও কানাডায় জয় অবৈধ ভিওআইপি ব্যাবসা করছে। আমাদের তথ্য যদি ভুল হয় তাহলে তারা সংসদে এ বিষয়ে কথা বলুক, আমরা উত্তর দিতে প্রস্তুত।’

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



