সেও বাঁচতে চেয়েছিল এই সুন্দর পৃথিবীতে , তার দুচোখে ছিল দস্যিপনা , দুরন্তপনা , রঙ্গিন স্বপ্ন বোনা । তাকে নিয়েও বাবা মা স্বপ্ন বুনত । কিন্তু না সেটা হয়নি হয়নি শুধু সমাজের কিছু মানুষ নামের পশুদের জন্য । তাদের ছোবলে ছিন্ন ভিন্ন হয়ে যায় মেয়েটির সব কিছু । সব স্বপ্ন , আশা , প্রত্যাশা । মেয়েটি বাঁচতে চেয়েছিল তাদের কাছে , চেয়েছিল তাদের কাছে তার প্রান তার সর্বস্ব । কিন্তু না পারেনি সে , তারা তো মানুষ ছিল না , মানুষের মুখোশধারী পশু । অবশেষে শুধু সব হারিয়ে অশ্রু হয় মেয়েটির সাথী । সেটাও বেশি দিনের জন্য নয় । মেয়েটি যখন সেই পশুদের কথা সমাজকে জানাই তাদের শাস্তির দাবি করে । কিন্তু সেই সমাজই প্রকারান্তে মেয়েটিকেই লাঞ্ছিত করে , পদে পদে তাকে রক্তাত্ত করে । মনে করিয়ে দেয় এ সমাজে তার মত মেয়ের ঠাই নাই , সে দোষী নয় কিন্তু তাকেই শাস্তি পেতে হবে কিন্তু সেই পশুরাই আবার সমাজে বীরদর্পণে মাথা উঁচু করে বাঁচবে ।
পৃথিবীর বুক থেকে আজ সে চলে গেল একরাশ ঘৃণা নিয়ে । তার দুচোখে ছিল শুধুই ক্ষোভ আর ঘৃণার প্রজ্বলন । প্রভাতের রবি উঠলে সবাই হয়ত জানবে সেই ধর্ষিতা মেয়েটা আত্মহত্যা করেছে ।
তার কাছ থেকে পাওয়া একটি চিরকুট লেখা প্রশ্ন......আমার কি দোষ ছিল ???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




