অপূর্ব আজও রাতে ঘুমাতে পারেনাই ।প্রতিদিনের মতো আজও মোবাইল হাতে নিয়ে একটি মেয়ের ফোন অথবা এসএমএস এর অপেক্ষা করছে ।। যদিও সে জানে সবসময় এর মতো কখনোই মেয়েটির কাছ থেকে কোন ফোন বা এসএমএস আসবেনা ।। গত সাড়ে চার বছর ধরে সে এই মেয়েটিকে অনেক
ভালবাসে । কিন্তু মেয়েটাকে সে যে পরিমাণ ভালবাসে মেয়েটা ঠিক সেই পরিমাণ তাকে অপছন্দ করে ...এর কারণ হিসেবে সে ছেলেটার অতিরিক্ত ভালবাসা কেই দায়ী করে......
ক্লাস এ মেয়েটি দেখে ও না দেখার ভান করলে ও সে তার
দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকতো । শুধু মাত্র তাকে দেখার জন্য
ছেলেটি প্রতিদিন ক্লাস এ যেত...। তাদের মধ্যে কখনো কোন
কথাবার্তা না হলেও মেয়েটির প্রতিটা মুহূর্তের খোঁজ খবরই সে রাখতো । মেয়েটি হয়ত জানত না তার জন্য সে পৃথিবীতে সব কিছু করতেই রাজি ছিল...
হয়ত মেয়েটির প্রতি অতিরিক্ত ভালবাসার কারনেই ছেলেটি আজও অন্য কারো সাথে কোন প্রকার সম্পর্কে জরায় নাই ... তবুও যে এতদিন রাজি হয় নাই সে কখনোই রাজি হবে না জেনে ও সে চায় মেয়েটি সব সময় হাসি খুশি থাকুক ... অনেক অনেক ভাল থাকুক ... সবসময়ের মতো তার ঠোঁটের
কোণের সুন্দর হাসিটা থাকুক.........।।
উপরের ঘটনাটা সম্পূর্ণ কাল্পনিক।। অনেকদিন ধরে কিছু লিখবো ভাবছিলাম তাই হটাত গল্পটা মাথায় আসলো এবং লিখে ফেললাম ।। কারো বাস্তব ঘটনার সাথে মিলে গেলে লেখক কোনভাবেই দায়ী না ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



