কী ভাবি, কী বলি আর
কী যে প্রকাশ পায় তাতে-
সুচিন্তিতা, তা যদি তুমি বুঝতে!
যদি বুঝতে প্রতিটি সঙ্গিহীন সন্ধ্যা
কী অসীম শূন্যতার পারে
প্রতিনিয়ত পৌঁছে দেয় এক তরুণ কবিরে
যার সমস্ত এলমেল ভাবনা
অস্থিরতা, অসুস্থতা, অর্থকষ্ট
সুখী করতে চেয়েছে যারে
বিপরীত স্রোত-এ
তার ভাষা যদি বুঝতে?
আর বুঝবেই বা কী করে বল
সে নিজে কী তা বুঝেছে কখনো
যা ভাবে, যা বলে আর যা প্রকাশ পায়
সে তো ভীন গ্রহের তিনজন অপরিচিতের কথোপকথন
ভাষা এখানে এক ভীষণ ব্যর্থ টেলিফোন
তবু, হে সুচিন্তিতা
যদি বুঝে থাক নিজগুণে
দিও তারে ভাষা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




