আজ অনেকদিন পর ভোর বেলায় ঘুম থেকে উঠে খুব ভাল লাগল। দেরিতে উঠতে উঠতে ভোরবেলার চেহারাটাই ভুলতে বসেছিলাম। মনে হত সকাল বেলায় ঘুম থেকে উঠে হাঁটা ব্যপারটা শুধু বয়ষ্ক আর ডায়বেটেক রোগীদের জন্য যারা ইচ্ছে করলেও সকালবেলা ঘুমাতে পারে না অথবা বাধ্য হয়ে ওঠে।
ভুল ভাঙল। সকালটা অদ্ভুত সুন্দর। এমনকি ঢাকার যে কোন ঘিঞ্জি গলির সকালটাও গ্রামের মেঠো পথের সকালের মত। রাস্তায় লোক থাকে কম। গাড়ির ইঞ্জিনের অথবা ভেঁপুর চিৎকার নেই। বাতাসে কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনো অক্সাইডের মিশতে শুরু করেনি বলে তা এখনো স্নিগ্ধ। বুক ভরে নিশ্বাস নেওয়ার মত।
আমি যে আজ ভোরে উঠলাম তাও এক রকম বাধ্য হয়েই। কয়েক দিন ধরে পেটে সামান্য ব্যথা। ভেবেছিলাম এসিডিটি। দুই দিন ওমিপ্রাজল খেলাম। কাজ হল না। বাধ্য হয়ে ডাক্তারের কাছে গেলাম। তিনি পেট টিপে টিপে দেখে ইনফেকশান জাতীয় কিছু সন্দেহ করলেন। দিলেন এন্টিবায়োটিক ফুল কোর্স। আমার ব্নিররত্মান লাইফস্টাইলে নিয়ম করে ওষুধ খাওয়া অসম্ভব ব্যপার। তাই সেটা পরিবর্তনের অংশ হিসাবে আজ এই ভোরে ঘুম থেকে ওঠা।
ঘুম ভেঙেছিল কাজের বুয়ার ডাকে। উঠে দরজা খুলে দিলাম। মুখ হাত ধুয়ে কানে হেড ফোন লাগিয়ে মোবাইলে বিবিসি বাংলার সকালে অধিবেশন শুনতে শুনতে হাঁটা ধরলাম।
বিবিসি তে তখন বলছিল এই সপ্তাহের বিজ্ঞানের আসর। পাখি কেন উড়তে উড়তে হাঠাৎ সামনের দেয়ালে বা ইলেক্ট্রিক তারে বাঁধা পায় তার কারন আবিস্কার করেছেন একদল বিজ্ঞানি। কারন পাখিরা যুগ যুগ ধরে ফাঁকা আকাশে উড়ে অভ্যস্ত আর ওদের চোখের অবস্থান ও এমন যে ওরা সামনের চেয়ে পাশে বেশি ভাল দেখে।
আর একদল বিজ্ঞানি আবিস্কার করেছেন থ্রিডি প্রিন্টার। এটা দিয়ে আপনি আপনার স্মরনীয় মুহুর্তের থ্রিডি ছবি প্রিন্ট করতে পারবেন অর্থাৎ আপনি পাবেন ওই মুহুর্তটির একটি ছোট খাটো ভাষ্কর্য।
হাঁটা শেষে বাসায় ফিরে নাশ্তা করলাম। তারপর এন্টিবায়োটিক খেয়ে সামু তে ঢুকলাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




