আমার সকালগুলো লোকাল ট্রেনের মত
প্রয়শ শুরু হয় দুপুর থেকে
তাই রোদ ঝলমল আকাশ আর
বালি ওড়া তপ্ত পীচের রাজপথ
আমার মর্নিং ওয়াকের প্রিয় চন্দ্রিমা উদ্যান।
পাখি কিংবা মানুষীর মৃদু মিহি ডাকে
ঘুম ভাঙ্গে না এখানে
প্রকৃতির অমোঘ ইশারায় গ্রন্থশয্যা ছেড়ে
ধাবমান হই প্রক্ষালনের দিকে
বিগত রাত্রির একটি দুটি পংক্তি
এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে চোখে মুখে।
কলের জলে তাই সযতনে ধুয়ে ফেলি মুখ
অনাগত দুপুর বিকেল রাত্রির রক্তছোপ
যেন আলপনা হয়ে ফুটে ওঠে ঠোঁটে
অস্তিত্ত্বের দায়ভার ঘুচাতে মাজি দাঁত
অদূরে অপেক্ষমান রুটি ভাজি ব্রেকফাস্ট
চেতনার অরুচিই যেন উদরের সুখ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




