
সভ্যতার শ্যাওলা হয়ে জমে আছি-
শহরের ব্যস্ত ফুটপাতের গা ঘেষে।
মাঝেমাঝে কোলাহলের পারফিউমে
নিজেকে গ্লাডিওলাস ভাবতে শিখি
বিলবোর্ডের বিশালবক্ষা তরূনীর দিকে চেয়ে-
হুটহাট বুক ফুলিয়ে, বিষাক্ত বাতাস টেনে,
চোখ বুজে দেখি ফাইভ স্টার হোটলের বিছানা।
হুইস্কির বোতলে ফিল্টার জল চুইয়ে পরে,
গ্লাসে জল ঢালতে ঢালতে একশ’ বার ভাবি-
আজ পাঁড় মাতাল হবো, পরে রবো রাস্তায়।
কখনো পতিতার লিপস্টিক হয়ে
বহু সভ্য পুরুষের এখানে-ওখানে।
কখনো রঙবেরঙের নিধোরক রূপে
কত নারীর খুব গভীরে, অতল সাগরে!
রূপালী রঙের আলো দেবো বলে, চেয়েছিলাম-
চাঁদ হয়ে লেপটে থাকবো আকাশের মধ্যখানে।
এখন নিয়ন গ্যাসের বাতি হয়ে ল্যাম্পপোস্টে-
হলদে আলোয় ভেজাই পিচঢালা রাস্তা।
‘সবকিছু ভেঙ্গেচুরে একদিন নক্ষত্র হয়ে যাবো!’
জানোয়ার সভ্যতা শুধু এসব স্বপ্নই দেখিয়ে গেল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


