বাংলা ক্যালেন্ডারে রীতিনীতি অনুযায়ী ফাল্গুন মাসে গ্রাম্য মেলা বসে কিনা জানা নাই।
তবে আজকে আপনাদের মেলায় নিয়ে যাব। যেখান থেকে আমিও আজকে ঘুরে এসেছিলাম ।
আপনারা তৈরি হয়ে নিন।এখনি মেলায় যাব।
মেলায় প্রবেশ করুন-

ভিড় ঠেলে আরেকটু সামনে এগিয়ে যান

এবার হাটতে হাটতে দেখতে থাকুন -



আরো এগিয়ে যান


কিনে দে রেশমি চুড়ি -

রঙ্গিন চুড়ি ,রঙ্গিন ঘুড়ি রঙ্গিন করিবে মন


বাবু লিয়ে যান ,লিয়ে যান

আয় মেসি ,নেইমার কে ঘরে লইযা যান,


মেলায় ঘুরাঘুরি কইরা নিশ্চয় ক্ষিদা লাগছে-

জিলাপি ভাজা হচ্ছে


খাওন দাওন হইল ,এবার চলেন নাগর দোলায় চড়ে বসি


আবার চলেন একটু গোল্লা খেয়ে আসি

এইগুলা দেখতে সুন্দর ,খাইতে ক্যামন কেউ জানাইয়েন-

এইবার চোখে চশমা লাগান।
ঘোরে ঘোরে মুখারেতে কালা কালা চশমা -

চশমা লাগিয়েছেন ত ! ওয়ালেট সাবধানে রেখে হা-ডু-ডু খেলা দেখুন
আয় হা ডু ডু ডু

সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



