লন্ডন এসেছি গতকাল(২০ সেপ্টেম্বর, ২০০৯)…হাডার্সফিল্ড যেতে হবে শীঘ্রই...ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি। গেলাম ইস্ট হ্যাম এর এক সাইবার ক্যফেতে ন্যাশনাল এক্সপ্রেস এর টিকেট প্রিন্ট করতে। লন্ডন শহরের আন্ডারগ্রাউন্ড এর প্যাচ তখনও খুলতে পারি নি...তাই প্রিন্ট শেষে মনে হল টিউবে ইস্ট হ্যাম থেকে ভিক্টোরিয়ার রুট টা ওয়েব থেকে জেনে নেওয়াটাই শ্রেয় হবে...রুট জেনে রুট টি লিখে নেওয়ার প্রয়োজন বোধ করলাম...কারণ ডিস্ট্রিক্ট লাইন আর সেন্ট্রাল লাইন তখনও মাথায় চক্কর সৃষ্টি করছিল...লেখার জন্য পেনসিল কিনবা কলম দরকার...দেখলাম রিসিপশনে ১৬-১৭ বছরের এক কিশোরী বসে আসে সামনে বেশ কিছু পেনসিল নিয়ে। কাছে গিয়ে বললাম, "Can I have a pencil
উত্তর শুনে তো আক্কেল গুড়ুম..পাহাড় সমান বিরক্তি নিয়ে মেয়েটি বলল, " You should say PLEASE....
কন তো দেখি কেমন লাগে? হাসমু না কানমু বুঝতে পারতেছিলাম না...।
এরপর এক গাল কৃত্রিম হাসি দিয়ে আবার PLEASE সমেত বাক্যটি কইলাম।
অবশেষে মেয়েটিও হাসিমুখে পেনসিল দিল
এই ছিল গ্রেট ব্রিটেন এ আমার প্রথম দিনে অর্জিত গিয়ান!!!!!!
হায়রে ব্রিটিশ এটিকেট......আর ভুল হয় নাই জীবনেও.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



