যদি হও প্রবাহিত দেহের পেলবে রাত জাগা চোখের স্বপ্ন হন্তারক
রাতভর বিভাস ছড়ানো চাঁদ কোজাগরী জোসনার ছুরি শান্তির পাতক
তবে আমি বুকের উঠান পেতে বিহংগ কাহনে তারার চুম্বনে উল্কা ছড়াবো
প্রেতের চোখের বোটায় পেঁচার কণ্ঠ শিশির ফোটায় নিধুঁয়া ঝরাবো।
যদি হও লোভিত শোভিত দুধেল গাভীর ওলানের মত সুস্থির জলাশয়
অর্ধবসনা রমণীর কটি আগুনের মত জ্বলে ডুবু সুর্যের তেজে হিরন্ময়
তবে আমি জোড়াসাঁকো বেঁধে তটিনীর বুকে ঝাপ দিব অথই নাভিমূলে
জল খাব, খাব আর ডুবে যাব তোমার চিরল নদীতে বৃত্তাকার ঢেউ তুলে।
যদি হও বিমূর্ত কায়া অন্তহীন মহাশূণ্যতার রহস্য চির জন্ম-মৃত্যুবিহীন
মৌসুমী ঝড় ঝরে পড়া পাখির পালক ভাটার বালিতে গাথা নিস্তেজ ডলফিন
তবে আমি বাতাসের পাপড়িতে আলোর অহংকারে ধনুকের সপ্তবর্ণ পাকে
নতজানু বালিকার বালুকা বেলার ঝিনুক খোঁজার উচ্ছল হয়ে জড়াবো তোমাকে।
যদি হও জলবৃষ্টি শস্যের শরীর ভরাও দানায় বাড়াও বীর্যবর্ধক ধবল দিন
মানুষের পাশবিক রেকে একে একে সাজাও সুশীল সভ্যতার ঝলমলে টিন
তবে আমি গীর্জার ঘণ্টায় কুকুরের আর্তনাদে সেহেরির ঘুম ভাঙা হুইসেলে
বাতাস চাবুকে দিশাহারা মেঘের বিপাকে সব পাপ তাড়াবো ব্ল্যাকহোলে।
যদি হও বরাভয় পাখির বাসার মত উদ্বাহু বাহুডোরে নিরাপদ আশ্রয়
প্রসারিত কর পথ, বুকের উপত্যকার সানুদেশে কুটির পাতো শ্যামল পত্রময়
তবে আমি গৃহীত হব ভিার ঝুলি সহ পদাবলী থেকে গৈরিক বিন্যাসে
শূচী সায়ন্তনে রুদ্রারে জপমালা হাতে অর্পিত হব রাধিকার বিশ্বাসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




