পাথর মানুষ
আ দিত্য অনীক
কেউ যদি বলতো মন খারাপ তবে নিজেকে মানুষ মনে হতো ৷
আজকাল বড় পাথর পাথর লাগে ৷ মুখ খোলা মানুষ কই?
পাথর আর মানুষে পার্থক্যটা কোথায় ?
পাথরের মুখ নেই, মানুষের মুখ ভরা পাথর ৷
পাথর কষ্ট বুকে তবু মুখের পাথর অনড় ৷
রাজপথগুলো বাইনারি মেথডে খেলছে ৷
বৃত্তের ভিতরে কি বাইরে ৷
অসহিষ্ণু রিপু মন্দির বা প্যাগোডার আগুনে
আলু পোড়াচ্ছে ৷ ধর্মগুলো রাস্তার মোড়ে মোড়ে নিয়ন
বিজ্ঞাপনে নির্ঘুম জানাচ্ছে- ”মানুষের মধ্যে আমরা
সঠিক, আমাদের মধ্যে আমি উত্তম৷”
বোধ আর বেদনা দুটোই পাথর ৷
পাথর কেটে মুর্তি গড়তে না পারলে আদিম পাথরই
দেবতা ৷ পাথর স্তুপে চুমুতে চুমুতে মানুষ মুর্তিকে
অভিশপ্তায় ৷ মানুষকি এমনি সাইক্লপ্স ?
সকালের কফি সূর্যের দিকে ধোঁয়া ছাড়ে
মানুষ মৃত্যুর দিকে যাবে৷
তবে কেন এই ...............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




