চন্দ্রিমার জন্য কবিতা
আদিত্য অনীক
চন্দ্রিমার মুগ্ধতা জুড়ে অনীকের গন্ধ ভাসছে
অনীকের কবিতা জুড়ে চন্দ্রিমার গলা শোনা যাচ্ছে ৷
চন্দ্রিমা পাহাড়ে চড়ে না শুধু আবছায়া মেঘ ছুঁয়ে বেড়ায়
খোলা চুলে ঘুম পেতে মধ্যারাতের গল্পে সে একা হয়ে যায় ৷
চন্দ্রিমার ক্রিয়াপদ, পদে পদে হোচট খেয়ে নদী হয়ে ঘুরপাক খায়
শহরের ঝাপসা আলোর মোহনায় নেমে মেঘনার মত ঝিম মেরে যায় ৷
চন্দ্রিমার মেঘলা আকাশ অবকাশ চেয়ে চিঠি পাঠিয়েছে কবির ঠিকানায়
তার অসমাপ্ত কবিতারা আসন্ন শরতের প্রাক-ভোরে শব্দের পূর্ণতা চায় ।
চন্দ্রিমা চন্দ্রগ্রস্থ কবির জন্য গলা সাধে সন্ধ্যার হোম-মেকিং গানে
বড্ড বেশী কাছে যাওয়া কাকে বলে- মগ্ন রাতের টানে
দাড়িয়ে থাকা বালক কবি কি তা জানে ??
“বালক তোমার ক্রিয়াপদ পাঠাও, দেয়ালের হাহাকার
লুটেরার হাতে ভিখারীর মতো পথে পথে মরুক,
আশির দশকে বাধা পড়া স্থিরচিত্রের মাছরাঙাটা
ব্যর্থ শিকারে শেষ মাছটির জলে ঝাঁপিয়ে পড়ুক ।
নিশ্বাস ঘন হয়ে আসার আগে জীবিতের ভান করা কতটা জরুরী,
আত্ম-চিত্কারের প্রয়োজনে একা হবার দরকার
বুঝিয়ে বলতে হবে না আশা করি ৷”
চন্দ্রিমা মাঝে মাঝে স্বপ্নের টুলে ভর করে আকাশে দাড়ায়,
দ্বিধাগ্রস্থ টুল টলে গেলে ধপাস করে সংসারে পড়ে যায় ৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




