নাট্য পরিচালক রোল বিলি করে দেন-
“এই চরিত্রটা আপনি করবেন, এইটা তুমি করবে, আর এই চরিত্র করবি তুই ... “
এই ভাবে একটি নাটকের চরিত্ররা ভর করে নাট্যদলের অভিনেতা অভিনেত্রীদের উপর ... ।
“আর এই যে তুমি , তুমি করবে ‘ইরিকা’ ।“
সে মাথা হেলিয়ে মেনে নেয় । ৩/৪ ঘণ্টার রিহার্শেলে “ইরিকা” হয়ে যায় । সে সব কিছুই মেনে নেয় । কখনই বলে না এই রোল আমি করবো না । পরিচালক যে রোল বলে , সে তাই করে খুশি মনে ... কখনো হয়ে যায় “আসমা” , কখনো “ইরিকা” , কখনো বা অন্য কেউ ... দ্বিধাহীন ।
পরিচালক নির্দেশ দেয় , “ইরিকা শুরু করো... “
ইরিকা কখনো আক্ষেপ করে, কখনো বিদ্রোহের সুর তোলে, কখনো বা তুমুল ব্যাঙ্গে হেসে উঠে ... ।
চাইলেই সে সহজে বলে দিতে পারে “ আমি হবো না ইরিকা ।“ ব্যাস মিটে যাবে । হয়ে যাবে অন্য চরিত্রে অন্য কেউ ।
পৃথিবী নামক রঙ্গমঞ্চে চুপচাপ সে নির্দিষ্ট নাটকে নির্দিষ্ট রোল প্লে করে চলে প্রতিদিন ...
এইবার সে রঙ্গমঞ্চে ঘুরে দাঁড়াতে চায়, খুব জোর গলায় বলে দিতে চায় - “ I quit.”