//আমি ভাসবো যে স্রোতে
তোমায় ভাসাবো সে স্রোতে
আমি ডুববো যে জলে
তোমায় ডোবাবো সে জলে //
...
বাইরে বৃষ্টি হচ্ছে, ভিজতে যাবে?
- হু
...
//বৃষ্টিতে ভিজতে গিয়ে
সূর্যতাপে দগ্ধ হয়ে ফিরে এলাম //
... ... ...
বাইরে জ্যোৎস্না বৃষ্টি হচ্ছে, ভিজতে যাবে?
- হু
এই রিক্সা , জিগাতলা বাস স্ট্যান্ড যাবেন ?
ধানমণ্ডি লেকে দুজন মুখোমুখি বসে থাকে। তাদের মধ্যে মায়াবী চাঁদ হাসি মুখে আগ্রহ নিয়ে বসে থাকে। যেন তাদের কথা খুব মন দিয়ে শুনছে ... কিন্তু তাদের মধ্যে কথা হয় কম । নীরবতা যা বলার বলছে... চাঁদ যা শুনার শুনছে।
-চা খাবো
কোন এক শপিং মলের সিঁড়িতে বসে চা খাওয়া শেষ হয় । দুজন পাশাপাশি হাটে খানিকটা ।
এই রিক্সা , কল্যানপুর যাবেন ?
রিক্সায় একজন অন্যজনের হাতে হাত রাখে । হাত কথা বলতে জানে ... মোঃপুর রিং রোডের নির্দিস্ট গলিটার উল্টো মুখে রিক্সা থামে ।
প্রিয়তমা, বিদায় !!!
- হু
দেখা হবে । তুমি কি আজকেও রাস্তা পার হয়ে একবারও পিছন ফিরে তাকাবে না ?
-হু
সে রাস্তা পার হয় , ঠিক সেদিনের মতো , একবারও পিছন ফিরে না তাকিয়ে সোজা হেঁটে যায় গলি পথ ধরে । কি করে সে ফিরে তাকাবে ! ভালোবাসার মানুষ গুলিকে যে চোখের জল দেখাতে নেই ।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৬