যুক্তরাষ্ট্রে নির্মিত চলচ্চিত্রে ইসলাম ধর্মকে অবমাননার প্রতিবাদে সমস্ত মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। বিদেশি গণমাধ্যমসূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। সৌদি আরবের প্রতিবেশী দেশ ইয়েমেনের রাজধানী সানায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে হঠাৎ আক্রমণ করে যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনগণ। তবে নিরাপত্তা বাহিনীর বাধার কারণে তারা আবার পিছু হটতে বাধ্য হয়। মিশরের স্বাস্থ্যমন্ত্রী সে দেশের গণমাধ্যমকে জানিয়েছে, সেদেশে বিক্ষোভের সময় কমপক্ষে ২২৪ জন আহত হয়েছে।
প্রসঙ্গত লিবিয়ার বেনগাজিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত বিক্ষোভকারীদের হাতে গত ইয়াওমুল আরবিয়ায়ি (বুধবার) নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ কয়েকজনকে আটক করেছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে নির্মিত ‘ইনোসেন্স ইন মুসলিম’ নামের একটি চলচ্চিত্রে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে অবমাননা করার পাশাপাশি ইসলাম বিরোধী বক্তব্য উপস্থাপন করা হয়েছে। সম্প্রতি ইউটিউবে আরবি অনুবাদসহ চলচ্চিত্রটি ছড়িয়ে পরার পরপরই ক্ষোভে ফেটে পড়ে মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্ব। গত ইয়াওমুল খামিসী (বৃহস্পতিবার) ইয়েমেনের মার্কিন দূতাবাসে হামলা চালানোর আগে গত বুধবার লিবিয়া এবং কায়রোর মার্কিন দূতাবাসে হামলা চালায় বিক্ষুদ্ধ প্রতিবাদকারীরা।
গত ইয়াওমুছ ছুলাছায়ি মঙ্গলবার দিবাগত রাতে কয়েকহাজার প্রতিবাদকারী লিবিয়ার পূর্বাঞ্চলীয় বেনগাজী শহরে অবস্থিত মার্কিন কনস্যুলেটে হামলা চালিয়ে দূতাবাস ভবনে আগুন লাগিয়ে দেয়। এসময় কনস্যুলেট ভবনে অবস্থানকারী লিবিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টোফার স্টিভেনস ও অপর তিন দূতাবাস কর্মী নিহত হয়।
এছাড়া মিশরের রাজধানী কায়রোর মার্কিন দূতাবাসেও হামলা চালায় বিক্ষুদ্ধ মিশরীয়রা। কায়রোতে বিক্ষোভকারীরা দূতাবাস প্রাঙ্গণ ভাংচুরের পাশাপাশি ১১ সেপ্টেম্বর উপলক্ষ্যে দূতাবাসে অর্ধনমিত রাখা যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা নামিয়ে এতে আগুন ধরিয়ে দেয় এবং সেখানে কালো রংয়ের পতাকা টাঙ্গিয়ে দেয়।
সুদানে জার্মান ও ব্রিটিশ দূতাবাসে হামলা :
সুদানের রাজধানী খার্তুমে অবস্থিত জার্মান ও ব্রিটিশ দূতাবাসে হামলা চালিয়েছে বিক্ষুদ্ধ প্রতিবাদকারীরা। বিক্ষোভকারীরা গতকাল ইয়াওমুল জুমুয়াতি শুক্রবার জার্মান দূতাবাসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুরের পাশাপাশি এতে আগুন ধরিয়ে দেয়। একই সঙ্গে ব্রিটিশ দূতাবাসও আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
লেবাননে জ্বলছে কেএফসি রেস্টুরেন্ট :
লেবাননের উত্তরাঞ্চলীয় ত্রিপোলি নগরীতে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ভিত্তিক ফুড চেইন কেএফসি বা কেন্টাকি ফ্রাইড চিকেনের একটি রেস্টুরেন্টে আগুন লাগিয়ে দিয়েছে। সংবাদমাধ্যম জানায়, বিক্ষুদ্ধ প্রতিবাদকারীরা গতকাল ইয়াওমুল জুমুয়াতি শুক্রবার যুক্তরাষ্ট্র ভিত্তিক কেএফসি রেস্টুরেন্ট জ্বালিয়ে দেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক প্রতিবাদকারী শহীদ এবং অপর ২৪ জন আহত হয় বলে জানা গেছে।
বিক্ষোভকারীরা একই সঙ্গে পোপের লেবানন সফরের বিরুদ্ধেও প্রতিবাদ জানায়। উল্লেখ্য, পোপ বেনেডিক্ট বর্তমানে লেবানন সফর করছে। গতকাল শুক্রবার কেএফসিতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি বিক্ষুদ্ধ প্রতিবাদকারীরা ত্রিপোলির গ্রান্ড সেরিলে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়েও প্রবেশের চেষ্টা করে। তবে পুলিশ গুলি চালিয়ে ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে তাদের গতিরোধ করে। এ সময় উভয় পক্ষে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে কমপক্ষে এক জন বিক্ষোভকারীর শহীদ হওয়ার খবর নিশ্চিত করেছেন লেবাননি সংবাদমাধ্যম।
সৌদি আরব ও কুয়েতেও বিক্ষোভ :
গত ইয়াওমুল খামিসী বৃহস্পতিবার বিক্ষুব্ধ মুসলিম জনতা সউদী আরবের রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাসের সামনে জড় হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বন্দর নগরী জেদ্দায়ও মার্কিন কনস্যুলেটের সামনে প্রতিবাদ সমাবেশ হয়েছে। প্রতিবাদীরা শুক্রবার সৌদি আরবের সব ক’টি মার্কিন কূটনৈতিক মিশনের সামনে গণ-বিক্ষোভ অনুষ্ঠানের ডাক দেয়।
তিউনিসে মার্কিন দূতাবাসে হামলা
ইসলাম বিরোধী সিনেমার প্রতিবাদে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ মুসলমানরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, দূতাবাসের কমপাউন্ডে বিশাল আগুন জ্বলতে দেখা যায়। পুলিশ বিক্ষোভ নিয়ন্ত্রণে গুলি করলেও কোন কাজে আসেনি
ইসলাম অবমাননা মানিকগঞ্জে মিছিলে পুলিশী হামলার প্রতিবাদ
আখেরী নবী ও রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অবমাননা করে ছায়াছবি নির্মাণের প্রতিবাদে মানিকগঞ্জে খেলাফত মজলিসের নেতৃত্বে সর্বস্তরের ওলামা-মুসল্লীদের এক সমাবেশে পুলিশী হামলা করে মানিকগঞ্জ জেলা সেক্রেটারী মাওলানা সালাহ উদ্দিন, ছাত্র মজলিস জেলা সভাপতি তানজিল, জসিম উদ্দিন সহ ১০ জন আহত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন সরকারের নির্দেশে মানিকগঞ্জে রসূল প্রেমিক ইসলামী জনতার মিছিলে হামলা করে সরকার ইহুদী- খ্রীস্টানদের দোসরে পরিনত হয়েছে। অবিলম্বে হামলাকারী পুলিশ সদস্যদের বিচার করতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


