কয়েকদিন ধরেই লিখবো লিখবো ভাবছি, কিন্তু লিখতে বসা হচ্ছে না। আসলে আমি ভীষণ অসল বলেই লিখতে বসা হচ্ছে না। আলস্যের বিষয়ে কোনো প্রতিযোগিতার ব্যবস্থা থাকলে প্রথম পুরস্কারটা নির্ঘাত আমিই পেতাম।
সামহোয়্যারাইনব্লগে আমি প্রথম ব্লগ লিখেছিলাম গত ৬ আক্টোবর রাত ১১টা ৩৩ মিনিটে। এরপর আর লেখা হয়ে উঠেনি। এতোদিন পর যখন আবার লিখতে বসেছি তখন নিশ্চয়ই যথেষ্ট কারণ আছে। কারণটা হচ্ছে একটি ইমেইল। ইমেইলটা এসেছে সামহোয়্যারইনব্লেগর তরফ থেকে। ইমেইলে বলা হয়েছে, এখন থেকে আমার লেখা ব্লগ সামহোয়্যারইনব্লগের প্রথম পাতায় প্রকাশ করা হবে।
ইমেইলটা পেয়ে আমি যে কী পিরমাণ উল্লিসত হয়েছি তা বলে বোঝাতে পারবো না । অনেকে হয়তো আমার এ উচ্ছ্বাসকে আদ্যিখেতা বলেবন। কিন্তু তাতে আমার কিছু আসে-যায় না। কে কি ভাবলো না ভাবলো তা নিয়ে বসে থাকলে কি আমার চলবে ? ইমেইলটা পেয়ে আমি যথেষ্ট উল্লসিত হয়েছি এবং এ ব্লেগর মাধ্যমে তা প্রকাশ করলাম। এটা যদা কারো ভালো না লাগে তাতে আমার করার কিছু নাই। তবে আমার এই ব্লগটা সামহোয়্যারইনব্লগের প্রথম পাতায় প্রকাশিত হয় কি না সেটাই এখন দেখার বিষয়।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১০ রাত ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




