সবচেয়ে দ্রুত পরিবর্তন হয় মানুষের; পুরাই বর্ষা কালের মত! এই মেঘ, রৌদ্র, ছায়া; হঠাৎই আবার ঝুম বৃষ্টি! হায়, মানুষ; কি আজব যন্ত্র তুমি! একই অঙ্গ, কত রূপ! সাধু আমি, শয়তান আমি, প্রেমিক আমি, প্রতারক আমি! সহজ নয় এই সমীকরণ; দুই আর দুই চার নয়, দুইটি "দুই" হয়। সব রূপে আমি সাবলীল, আমি বর্ষা ঋতুর মত! হায় মানুষ, কি আজব যন্ত্র তুমি!
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৬ রাত ২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




