


সুন্দরবন পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বন। সমগ্র সুন্দরবন বাংলাদেশ ও ভারতের উপকূলে অবস্থিত যার পরিমান প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার। এর বাংলাদেশ অংশে ৬,০১৭ বর্গকিলোমিটার। সুন্দরবনের বাংলাদেশ অংশ জীববৈচিত্র ও সম্পদে ভরপুর। যার মধ্যে রয়েছে বিশ্ববিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার যা আমাদের জাতীয় প্রানী। সুন্দরবনের ১,৩৯০ বর্গ কিলোমিটার UNESCO ঘোষিত ৭৯৮তম বিশ্ব ঐতিহ্য এলাকা। অপরদিকে সুন্দরবন RAMSAR Site হিসাবে স্বীকৃত। পৃথিবীর এই অনন্য প্রাকৃতিক সম্পদকে নতুন প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে এগিয়ে আসা আমাদের সকলের কর্তব্য। সুন্দরবন বিশ্বের সপ্তাশ্চর্য নিবাচিত হলে বাংলাদেশ নিম্নলিখিত ভাবে উপকৃত হবে।
বিশ্বব্যাপী বাংলাদেশের সুনাম বাড়বে।
দেশী-বিদেশী পর্যটকের সংখ্যা বাড়বে।
সুন্দরবন সংরক্ষণে উন্নয়ন সহযোগীদের সহযোগীতা বাড়বে।
পৃথিবীর সাতটি আশ্চর্য বস্তুর এক নতুন তালিকা তৈরির উদ্যোগ শুরু হয়েছে বছর দশেক আগে।অনেক ‘প্রতিযোগী’র মধ্যে থেকে সাতটিকে বেছে নেওয়া হবে ভোটের ভিত্তিতে। ভোট চলছে ইন্টারনেট মারফত।
ভোট দিতে চাইলে
http://www.new7wonders.com/nature অথবা
http://www.rongmohol.com/topic14084.html
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ সন্ধ্যা ৭:৩৮