আকাশে মেঘের ভেলা। পড়ন্ত বিকেলে রবির কারণে দিগন্তে মিশে থাকে চিত্রবিচিত্র রংয়ের মেলা। ইট পাথরের ভিড়ে, বারংবার নজর দেই আকাশ পানে, একটুখানি দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে নেই আবার গুটিয়ে। এই নগর আর নেই নগর, হয়েছে মৃত এক শবদেহ, প্রাণহীন দেহটা নিরবতা পালনে ব্যস্ত।

কিছু চিঠি লিখবে, যেন আমি তা নিয়ে ছুটে প্রিয়ার কাছে যেতে পারি।
ডাক বিভাগের হেড অফিস।

কোন এক নির্জন রাতে, একাকি চাঁদ এসে কয়, কিছুটা ওম দিবে আমায়।

চলো এ পৃথিবীটাকে সবুজে ছেয়ে দেই

ট্রাক্টর দিয়ে টেনে নেওয়া যায়, ঠ্যালা দেওয়া যায় কি?

কিছু মেঘ জমেছে দূরে, শিক্ত হবে ধরনী বৃষ্টি যখন হবে

পিছনে কে যেন আসে...

সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০২১ রাত ৯:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




