ক্ষুধা
ক্ষুধার রাজ্যে
সুকান্তের সময়ের পৃথিবী গদ্যময় হত,
আর এখন হয় পদ্যময়।
ধ্যান
যে যুবক প্রেমিকার ধ্যানে ডুবে ডুবে বারবার মরে,
সে যুবক ভাবে -
বেঁচে থাকা মানেই ধ্যান।
যুবতীরা
মহল্লার যুবতীরা প্রায়ই
প্রতারণার প্র্যাকটিস করতে গিয়ে
প্রেমে বুদ হয়ে পড়ে থাকে।
ট্যাক্স
ট্যাক্স দেয়ার ভয়ে
মেরুদণ্ডহীন মানুষগুলো
মাথা তুলে আকাশের দিকে তাকায় না।
পাখি
যে পাখি রাত জেগে জেগে
রাতের কান্না শুনে,
সে পাখি রাতের চোখ মুছিয়ে দিয়ে ঘুমাতে যায়।
গিট্টু - ০০১
গিট্টু- ০০২
গিট্টু- ০০৩
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



