এই কিছুক্ষন আগে একটি বিশ্বস্ত সুত্রে জানতে পারলাম যে একজন বাংলাদেশী বংশোদ্ভূত তরুন যুবক খেলার সুযোগ পাচ্ছেন এমন একটি দলের হয়ে যা-কিনা অনেক নামি-দামি খেলোয়ারের স্বপ্নের ক্লাব, ইউরোপের সেরাদের সেরা খেলোয়ারদের মিলনমেলা, কিংবদন্তি খেলোয়ার লিওনেল মেসির সেই জগৎ বিখ্যাত ক্লাব বার্সালোনায়। একজন গোল কিপার হিসেবে তিনি সুযোগ পাচ্ছেন সেই ক্লাবে খেলার।
যেহেতু তিনি একজন বাংলাদেশী বংশোদ্ভূত তাই এই ব্যপারটি আমাদের সমগ্র জাতির জন্য একটি গর্বের বিষয় বলতে পারেন।
তার অবিস্মরণীয় কিপিং দক্ষতা দেখে তাকে বার্সালোনা দলের হয়ে খেলার জন্য স্বয়ং ক্লাবের চ্যেয়ারম্যান তার নিকট অনুরোধ করেছেন বলে জানা গেছে। তার কিপিং দক্ষতার প্রমান নিম্মে দেয়া হল;
>
......
>
............
>
.....................
>
..............................
>
.......................................
>
................................................
>
............................................................
>>>>
এরপরেও যদি বার্সালোনা কর্তৃপক্ষ আমাকে গোল কিপার হিসেবে নিয়োগ না দেয় তাহলে আর কি করার আছে; চিন্তা করতাছি কাইল সকালে জুমার নামাজের পর আমিই একটা ফুন দিমু।
বার্সার চ্যেয়ারম্যানের ই-মেইল আইডিটা কি যেন?... কারো কাছে থাকলে দিয়েন তো।
বিশেষ দ্রষ্টব্যঃ এইডা একটা প্রতিশোধের মূলা ঝুলাইন্না পোষ্ট; কিছুদিন আগে মডু হুদাই আমারে জেনারেল বানাইছিলো। তখন আমি কারন জানতে চাইছিলাম কিন্তু কয় নাই; তাই এই রাইতের বেলা আমিও মডুর লগে একটু খানি মশকরা করলাম, এই জন্য যদি ঠেডা মডু আমারে আবার জেনারেল বানায় তাইলে এইবার আমি বেসম্ভব খুশি হমু। সেই সাথে আপনাগো কইতাছি; আপনেরা খুব সার্থপর অন্যের উপর অন্যায়ের প্রতিবাদ করেন না; এইডা কিন্তু ভালা কথা না।
যেহেতু এইডা একটা ফান পোষ্ট তাই কেউ মনে দুঃখ পাইলে মাফ কইরা দিয়েন। আর সাবধান বার্তা হইল এই যে; অযথা গালাগালি কুইরা ব্যান খাইয়েন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



