জানেন আমি একটু খুব ফুরফুরে মেজাজে আছি।
আসলে নতুন নতুন ভালোবাসার মজাটাই আলাদা।
আমার এখন নতুন প্রেমে পড়েছি।
আসলে মেয়েটি আমার অফিসে চাকরী করে।
বৃষ্টির দিনে মনটা কেমন জানি খুশির মধ্যে কাটছে।
আসলে আপনাদের বলে বুঝাতে পারবো আমি কি আনন্দের মধ্যে আছি।
আজ্ছা আপনারা বলুনতো এটি কি ? এটি পাগলামি না অন্য কিছু।
সারাদিন কেমন জানি সফট গান শুনতে ভালো লাগে।
আচ্ছা আপনারা বলেনতো আপনাদের কি এইরকম হয়েছে ?
মেয়েটি কিন্তু চট্টগ্রাম কমার্স কলেজে পড়ে এবং আমাদের অফিসে চাকরী করে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




