এই মানুষটারে চিনেন?
কি চিনলেন না?!
না চিনলেও দোষের কিছু নাই!
কারণ, ভাই অনেক প্রচার বিমুখ মানুষ।
তবে এই মানুষটির কল্যাণেই এখন ফেসবুকে ইচ্ছামত বাংলায় স্ট্যাটাস দিচ্ছি, কমেন্ট করতেছি!
“ভাষা হোক উন্মুক্ত”- এই স্লোগান কে সামনে রেখেই এই মানুষটিই শুরু করেছিলেন ‘অভ্র’ নামের বাংলা লেখার সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠান OmicronLab
তাঁর এবং তাঁর ‘অভ্র’ টীমের সদস্যদের হাত ধরেই ইন্টারনেটে বাংলা লেখালেখির নতুন বিপ্লব ঘটেছে।
নতুন প্রজন্মের এই ভাষা সৈনিকদের এর প্রতি রইল সংগ্রামী ভালোবাসা এবং শ্রদ্ধা!
Mehdi Hasan Khan ভাই-
আপনারে স্যালুট জানাই!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




