যারা windows 8 ব্যবহার করতে শুরু করেছেন তারা একটু খেয়াল করুন । আপনার windows 8 এ এমন কিছু default application আছে ( যেমন ধরুন : weather ,sports , finance , video, music . আরো অনেক কিছু হয়ত থাকতে পারে ) যে গুলা আপনার অজান্তে আপনার সীমিত ইন্টারনেট এর স্পীড লুটে নিচ্ছে । আসুন এটাকে বন্ধ করি । আপনার ইন্টারনেট স্পীড সেভ করেন ।
কিভাবে করবেন ?!
windows 8 এর start মেনু এই রকম
আপনাকে যেটা করতে হবে তা হল যে application টা আপনি বন্ধ করতে চান তার উপর mouse ধরে right button এ click করুন বেশ কিছু option আসবে ।
option গুলার মধ্যে একটা আছে Turn live tile off. আর একটা uninstall .
প্রথমটা select করলে হয়ত সেটা তখনকার মত আপনার ইন্টারনেট স্পীড এ হাত দিবে না । কিন্তু পিসি বন্ধ করে আবার যখন ওপেন করবেন তখন সেটা আগের মত ইন্টারনেট স্পীড consume করবে । তাই best option হল আপনি application টা uninstall করেন । আপনার নেট এর স্পীড আপনি use করেন । আর কেউ কেন করবে ।
ভাল থাকবেন সবাই ।
ধন্যবাদ ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




