
সেমিনারে স্বরাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান স্পেশাল পুলিশ বাহিনীর কমান্ডার মেজর জেনারেল আমিন জান ফাতহুল্লাহ হাফিযাহুল্লাহ। এই সময় স্পেশাল ইউনিটের সাফল্য সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা তুলে ধরেন আমিন ফাতাহুল্লাহ হাফিযাহুল্লাহ।
তিনি জোর দিয়ে বলেন, নেতৃবৃন্দের গুরুত্ব প্রদান ও তাদের প্রতি অধিনস্তদের আনুগত্যের কারণে এই বাহিনী নিরাপত্তা ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
অপরদিকে স্পেশাল বাহিনীর অবদানের প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেবল মিত্রপক্ষই নয়, ইমারাতে ইসলামিয়ার শত্রুরাও বিশেষ বাহিনীর সক্ষমতা ও কৃতিত্ব স্বীকার করে থাকে।
নাগরিকদের প্রতি আচরণে আন্তরিক, নম্র ও সতর্ক থাকতে তিনি বিশেষ ইউনিটের সদস্যবৃন্দকে নসিহত করেছেন। ইসলামী ব্যবস্থা রক্ষার্থে শারীরিক ও আধ্যাত্মিক শক্তিকে কাজে লাগাতে তিনি তাদের প্রতি আহ্বান জানান।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



