
উক্ত যুবকেরা বিদেশি টেলিভিশন সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর চরিত্র অনুকরণ করে পোশাক পরে সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও প্রকাশ করেছিল। এই কাজের মাধ্যমে তারা অজান্তেই ইসলামী মূল্যবোধ ও আফগান সংস্কৃতির বিরুদ্ধে কার্যকলাপে জড়িয়ে পড়েছিল।
মন্ত্রণালয়ের মুখপাত্র সাইফ-উল-ইসলাম খাইবার জানান, মন্ত্রণালয়ের দায়িত্বশীল কর্মকর্তারা যুবকদের ডেকে নিয়ে তাদের সঠিক পথ দেখিয়েছেন এবং এ ধরনের বিদেশি অপসংস্কৃতির অনুকরণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। যুবকরা নিজেরাই স্বীকার করেছে যে তারা অজ্ঞতাবশত এ কাজ করেছে এবং এটি শরিয়াহ-বিরোধী ছিল। তারা তাদের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয়েছে এবং ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার অঙ্গীকার করেছে।
ক্ষমতা গ্রহণের পর থেকেই নাগরিকদের মাঝে ইসলামি চেতনা প্রসারিত করতে ব্যাপক দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে এসেছে ইমারতে ইসলামিয়া সরকারের সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ বিষয়ক মন্ত্রণালয়। ফলে আফগানবাসী ক্রমেই শরীয়াহ আইনের প্রতি আরও অনুগতশীল হয়ে উঠছে।
ইমারাতে ইসলামিয়ার এই মন্ত্রণালয় গত চার বছরে আফগান যুবসমাজকে বিদেশি অশ্লীল ও ক্ষতিকর সংস্কৃতির প্রভাব থেকে রক্ষা করতে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণের মাধ্যমে তারা সময়মতো যুবকদের সতর্ক করে এবং তাদেরকে ইসলামী নৈতিকতা ও আফগান ঐতিহ্যের প্রতি ফিরিয়ে আনছে। এই ধরনের পদক্ষেপের ফলে আফগান সমাজে শরিয়াহভিত্তিক জীবনযাপনের পরিবেশ আরও শক্তিশালী হচ্ছে।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৪:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



