
আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়, ‘রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকা, সরকারি গোপনীয়তা আইন লঙ্ঘন, রাষ্ট্রের নিরাপত্তা ও স্বার্থকে বিপন্ন করা, ক্ষমতা ও সরকারি সম্পদের অপব্যবহার এবং নিজের ক্ষমতা ও রাষ্ট্রীয় সম্পদ অপব্যবহারের মাধ্যমে জনগণের ক্ষতিসাধন করার মতো চারটি অভিযোগে তার বিচার করা হয়।’
এতে আরো বলা হয়, ‘দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর, অভিযুক্তকে সকল অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে।’
উল্লেখ্য যে, 'ক্ষমতার অপব্যবহার' এবং 'সেনা আইন লঙ্ঘন' এর অভিযোগে ২০২৪ সালের আগস্টে আটক ইমরান খানের মিত্র বলে পরিচিত সাবেক এই গোয়েন্দা প্রধান তার আইএসআই-এর দায়িত্বে থাকাকালে, তৎকালীন PML-N-এর সাংসদদের হুমকি দিয়ে পক্ষ পরিবর্তন, আদালতের বিচারক বেঞ্চকে ম্যানিপুলেশন, সাংবাদিকদের উপর হামলা এবং টিভি চ্যানেল ব্যান করিয়ে পশ্চিমাপন্থী নওয়াজ শরীফ সরকার এর পতন ঘটাতে ভূমিকা রাখে। যা অপেক্ষাকৃত পাকিস্তানপন্থী ইমরান খান ও তার দল PTI-এর জয়ের কারণ হয়।
এছাড়াও তার আইএসআই-এর দায়িত্বে থাকাকালে আমেরিকার সাথে আফগান তালেবানের শান্তি চুক্তি সম্পাদিত হয়, এবং ইমারাতে ইসলামিয়া সরকার আফগানিস্তানের ক্ষমতা গ্রহনের পরপর সে কাবুল সফর করে।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



