গত কয়েকদিন ধরে ব্লগে, ফেসবুকে জিয়াউর রহমান এর প্রথম প্রেসিডেন্ট হওয়া কিংবা মুসা ইব্রাহীমের এভারেষ্ট বিজয় নিয়ে অনেক তর্ক বিতর্ক এবং অনেক লেখালেখি চলছে। সে বিষয় নিয়ে আমি কোন কথায় যেতে চাচ্ছি না বা আমার পোষ্ট দেয়ার উদ্দেশ্যও নয় ঐ বিষয় দুটো নিয়ে কথা বলা। শুধু বলবো বিষয় দুটোর সমাধান আমাদের জন্য অনেক গুরুত্বপুর্ন।
এখন আসি মুল প্রসঙ্গে । সামুর স্টিকিতে থাকা গোবিন্দ হালদারের দায়িত্ব নাও বাংলাদেশ পোষ্টটিও একজন অসহায় মানুষকে তার যোগ্য প্রাপ্য দেয়ার দাবীতে কম গুরুত্বপূর্ণ নয়। গোবিন্দ হালদারের কাছে আমাদের সমগ্র জাতি কৃতজ্ঞ। হয়ত সবাই আমরা ভাবতেই পারি আমাদের মতো সাধারন মানুষ উনার জন্য কি করতে পারি। প্রত্যক্ষভাবে হয়ত আমাদের কিছুই করার নেই। কিন্তু আমরা বিষয়টা সরকারের নজরে আনতে পারি। আমরা স্টিকি পোষ্টে আমাদের গুরুত্বপূর্ণ কমেন্ট করে আমাদের ঐক্যের নজির সৃষ্টি করতে পারি। আমরা ব্লগে ব্লগে পোষ্ট দিয়ে কিংবা ফেবুতে নিজের স্ট্যাটাসের মাধ্যমে শেয়ার করে ছড়িয়ে দিতে পারি সকলের কাছে আমাদের দেশের এক ভিনদেশী বন্ধুর অসহায় অবস্থার কথা। যেন সরকারের নজরে এড়িয়ে না যেতে পারে। এর আগে ও এই ব্লগে রেজা ঘটকের মাননীয় প্রধানমন্ত্রী রমা চৌধুরী'র জন্য কিছু একটা করুন এই পোষ্টের মাধ্যমে আমরা সরকারের নজরে আনতে সক্ষম হয়েছিলাম। এবারও নিশ্চয়ই পারবো যদি আমরা সকলে আন্তরিকভাবে এগিয়ে আসি।
বিভিন্ন পত্রিকায় গোবিন্দ হালদারকে লিখে লেখা সংবাদ সমুহের লিঙ্কঃ
তার পূর্ব দিগন্তে আর সূর্য উঠছে না! (দৈনিক ইত্তেফাক)
মৃত্যুর সাথে লড়ছেন গোবিন্দ হালদার - বাংলাদেশ প্রতিদিন
মেয়ের প্রতারণায় গোবিন্দ হালদার বেঁচে রয়েছেন আশ্রয়প্রার্থী হিসেবে - মানবজমিন
মৃত্যুর সাথে লড়ছেন গোবিন্দ হালদার - আজকের সময় (অনলাইন)
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৪ সকাল ৯:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




