প্রতিদিনই ব্লগে বেশ কিছু ১৮+ ট্যাগ লাগানো পোস্ট চোখে পড়ে। ১৮+ ট্যাগ লাগানো মানেই অনেক অনেক হিট আর কমেন্ট। এই সুযোগটাকে কাজে লাগিয়ে বেশ কিছু আজাইরা পোস্টে সামু ভরে যাচ্ছে। যেমন আজও একটা পোস্ট দেখলাম মডেল বিদ্যা সিনহা মিমকে নিয়ে (Click This Link), যা সম্পূর্ণ ভিত্তিহীন (দেখুন এখানে Click This Link)। এর আগেও এরকম বহু অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক অশ্লীলতা দিয়ে সামুর সুস্থ পরিবেশ নষ্ট করা হয়েছে।
আমি ১৮+ ট্যাগ লাগানোর বিরোধিতা করছি না, যদি বিশেষ ক্ষেত্রে কোন পোস্টে বাচ্চাদের অনুপোযোগী বিষয় চলে আসে, তখন ১৮+ লেবেল দেওয়াটাই মনে হয় ভালো। কিন্তু ১৮+ ট্যাগ লাগিয়ে যাচ্ছেতাই বলে যাওয়ার স্বাধীনতাটা অযৌক্তিক। সবার এ ব্যাপারে সচেতন হওয়া উচিত, বিশেষ করে সামুর মডারেটরদের।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১২ বিকাল ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




