আমি ব্লগে আছি বেশ কিছুদিন হলো , অলসতার কারনে কিছু তেমন লেখা হয়নি ,তবে আজকে নিম্নের খবর পড়ে কিছু না লিখে পারলাম না ।
"পুরুষের সমাবেশে নারী সাংবাদিক কেন, বলেই মারধর"
‘হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে নারী সাংবাদিক কেন’, ‘রাস্তা দিয়ে হাঁটার সময় মাথায় কাপড় নেই কেন’—এ ধরনের বিভিন্ন অজুহাত তুলে আজ শনিবার নগরে বিভিন্ন গণমাধ্যমের বেশ কয়েজন নারী সাংবাদিকের ওপর হামলা, তাঁদের মারধর ও বিভিন্নভাবে লাঞ্ছিত করেছে।
Click This Link
এদের কাছ থেকে আমাদের ইসলাম শিখতে হবে ?? !!!
নারীকে যারা সম্মান করেনা তাদেরকে আমি মুসলিমই মনে করিনা, এটা আমার ফতোয়া।
হেফাজতে ইসলাম ওরফে জামাত কে এখনই না রুখলে সামনে আরও খারাপ সময় আসবে। এই কাপুরুষদের ভয় পাওয়ার কিছু নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



