বানিজ্যমেলায় যারা গিয়েছেন তারা দেখেছেন কিন্তু যারা যান নাই তাদের জন্য। ওয়ালটনের বাইকগুলো আমাদের সবারই নজর কেড়েছে বিশেষ করে ফিউশন জনপ্রিয় হচ্ছে ভালই।
কিন্তু এতদিন ১৫০ সিসির কোন বাইক তাদের ছিল না। এবার তা তারা বানিয়েছে। দেখতেও অনেক ফ্যাশনেবল। নিচে ছবি দিলাম দেখে নিন....
ব্যাক ভিউ.. দেখুন ত কেমন লাগে..

সাইড ভিউ.. ট্যাঙ্ক টা বেশ বড় লাগে

ডাবল ফ্রন্ট ডিস্ক ব্রেক- ১৫০সিসি বাইকে এই দেখলাম

ডুয়াল একজস্ট এলইডি, রেইল গ্রাব, পেছন দিকটা পুরাই পাঙ্খা!

১৫০সিসি হিসেবে ইঞ্জিনটা বেশ বড়ই বলতে হবে

একদিন এই লেগো যেন হোন্ডার মত হয়

**বাইকটা এমন চাপাচাপির মধ্যে ছিল যে ভালভাবে ছবি তুলতে পারলাম না।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




