সূর্য বলেছে আসবেনা ফিরে এই আকাশে,
বুকের গভীরে জমে কালো মেঘের হুঙ্কার,
ঝড়ো বাতাসে ভুলুন্ঠিত পাতার মর্মর গান,
অন্ধকার তোকেই বলি বিষাদের উপাখ্যান ।
বসন্তের ডাক পেয়ে করেছি নিজেকে নিষ্পত্র,
একে একে ছেড়েছি আনন্দ মাখা সব খোলস,
সে এখন বৈশাখী ঝড়ের গান শুনে বিভোর,
আমায় ঘরছাড়া করে পেতেছে নতুন আসর ।
নিয়েছিলো টেনে ভেতরে,নিজের আরো ভেতরে,
অন্দরে ঝড় তুলে, দিয়েছিলো ধুলো-বৃষ্টির স্নান
আজ বাড়িয়েছে হাত নতুন হাওয়ায় নতুন পালে
নতুন প্রেমে মত্ত হয়ে নতুন সোহাগ জালে ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



