অতিরিক্ত মদপানে প্রকৌশলী তরুণীর মৃত্যু
তরিকুল ইসলাম সুমন ও পস্নাবন সরকার: বন্ধু-বান্ধবদের সঙ্গে আনন্দ করার সময় অতিরিক্ত মদপানে চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে সদ্য উত্তীর্ণ হওয়া সাবরিনা ইয়াসমিন ছোটন (২৬) মারা গেছেন। তার সঙ্গে মদপান করে আরো দুই বন্ধু গুরুতর অসুস্থ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মৃতের পারিবারিক ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, ছোটন চলতি বছর চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাস করেন। তিনি সম্প্রতি লালমাটিয়ার ডি ব¬কের ৭/৬ b¤^i বাড়ির একটি ছাত্রীনিবাসে থাকতেন। ওই মেসে গার্হস্থ্য অর্থনীতি কলেজ থেকে উত্তীর্ণ হওয়া হাওয়ার সঙ্গে তার পরিচয় হয়। শুক্রবার বিকেলে হাওয়ার বন্ধু সুব্রত কুমার কাঁকনের বাসায় তাদের দাওয়াত ছিল। হাতিরপুলের ৩৮৮, ফ্রি স্কুল স্ট্রিটের বাড়ির নিচতলায় কাঁকন থাকত। ওই বাসায় দাওয়াতের পর রাতে একসঙ্গে মদপান করেন। ছোটন ও হাওয়া ওই মেসে রাত যাপন করেন। শনিবার সকালে কাঁকন, ছোটন ও হাওয়া ঘুম থেকে না উঠলে আরেক বন্ধু হাসানুজ্জামান জীবন তাদেরকে ল্যাব এইড হাসপাতালে ভর্তি করে। সেখানে তাদের অবস্থার অবনতি হলে বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে রাত ৮টার দিকে ছোটনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ছোটনের বাড়ি রংপুরের পূর্ব শালবন পাড়ায়। বাবা ওয়ালিউর রহমান স্থানীয় একটি স্কুলের শিক্ষক। রাতেই ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে ময়না তদনত্ম শেষে লাশ তার খালা মাকসুদা বেগম গ্রহণ করেন।
দৈনিক আমাদের সময়
২৫-০৭-২০১০
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



