

ছবিগুলো ফেসবুকে পেলাম। ফেনীর আনন্দ কমিউনিটি সেন্টারের মালিকের স্ত্রীর নির্যাতনের চিত্র।
দরিদ্র, অসহায় এসব কোমলমতি শিশুদের এভাবে নির্যাতনকারীদের শাস্তি কি হওয়া উচিত, ভেবে পাচ্ছিনা। যদিও জানি টাকার জোরে এসব অপরাধীরা বরাবরের মত থেকে যাবে ধরাছোঁয়ার বাইরে। আমাদের মানবিক বোধ কোথায় গিয়ে ঠেকেছে, এই শিশুদের ক্ষতবিক্ষত শরীর তা সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। সাবিনা তো একটা বা দু'টা নয়। আমরা সবার খবর জানতে পারিনা বলে এখনও নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারি, এখনও নিজেদেরকে সভ্য ভাবতে পারি।
শিশুটির নির্যাতনের বিষয়টি নির্যাতনকারীর বাড়ীর লোকজন, আত্মীয়, প্রতিবেশী,.. নিশ্চয় আরো অনেকেই জানে। একজন মানুষও কি ছিলনা, যে মেয়েটিকে এতটা নির্যাতিত হবার আগেই মেয়েটিকে রক্ষা করতে পারতো?
যাদেরকে আমরা শিক্ষিত, সম্মানিত, ভাল মানুষ বলে জানি, তারাও কেউ কেউ মিথ্যে নাটক করেন, লম্পট, মিথ্যেবাদী, অপরাধী। বাইরের চেহারা দেখে প্রকৃত মানুষ চেনা সত্যিই বড় দায়!
এর শেষ কোথায়? কবে, কিভাবে থামবে এ স্খলন?

সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৭ দুপুর ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




