রাতের আধারে নির্জন প্রহরে,
চাঁদের আলোয় ভাসবে যখন এ ভূবন,
নিজেকে যদি একা মনে হয়,
আমায় ভেবো তখন....
রোদেলা দুপুরে,ক্লান্ত বিকেলে,
চেনা পরিবেশে যদি সবকিছু অচেনা লাগে,
আমায় ভেবো তখন.....
ব্যস্ত শহরে হাজারো লোকের ভিড়ে,
যদি কখনও দিশেহারা হয়ে যায় মন,
একবার ডেকো আমায় ভেবে আপনজন,
যখন সবাই রবে,তবু শূন্য রবে মন,
সেদিন শুধু একবার মন থেকে করো আমায় স্মরণ......

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



