আজ এই কুয়াশা ভরা সকালে,হিমেল হাওয়া
রোদেলা দুপুরে,উদাসী পাখির গান গাওয়া
ব্যাস্ত শহরে-গ্রামে বিকেলে শিশুদের ব্যাস্ততা
স্নিগ্ধ সন্ধায় উচ্ছল কিশোরীর পডার টেবিলে যাওয়া
নিঝুম রাতের মৌনতায় মাতাল করা ফুলের ঘ্রান
আজকের এই সবকিছু তোমার জন্য এত সব আয়োজন
আজ শুভ দিনে মুখরিত হোক সবাই গানে গানে
ভালবাসা ছডিয়ে পডুক সর্বময় সকলের মনে প্রানে
বয়ে চলা তটিনীর বিমোহিত কলতানে
আজ এই শুভ ক্ষন হোক আরও সুন্দর
আজ জন্মদিন তোমার
আজকের এই দিনে করি কামনা
পূর্ন হোক তোমার মনের পবিত্র বাসনা
আজকের এই দিনে তুমি ধরনীতে এসেছ
শুভেচ্ছা তোমায়,বেচে থাক বহুদিন এই প্রার্থনা
যুগে যুগে সকলে করুক স্মরন
ফুলেল শুভেচ্ছায় সিক্ত থাক সারাটা জীবন
পৃথিবীর সব ভালবাসা আজ তোমার জন্য
যদি হত জন্ম এই দিনে হতাম আমি ধন্য
পৃথিবীর যত ফুটন্ত গোলাপ আজ তোমার তোরে
আজ জন্মদিন তোমার
সুখে থাক জীবনের এই নীল আযোজনে
তোমার জন্য এ কবিতা নয় মনগডা
ভালবাসার প্রকাম শুধু তোমার স্মরনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



