উপকরণঃ
ডিম - ৩ টি
গুড়া চিনি – ১/২ কাপ
ময়দা – ১/২ কাপ
বেকিং পাউডার – ১/২ চা চামচ
ভেনিলা – ১/৪ চা চামচ
তেল- ১/২ টেবিল চামচ
প্রস্তুতপ্রণালীঃ
১ম পর্যায় – ডিম, গুড়া চিনি একসাথে এগবিটার দিয়ে মিক্স করে নিতে হবে ।
২য় পর্যায় – এরপর ময়দা ও বেকিং পাউডার দিতে হবে, মিক্স হয়ে গেলে ভেনিলা দিতে হবে।
শেষ পর্যায় – সবশেষে তেল দিয়ে বিট করে নিতে হবে। এবার একটি ১০ ইঞ্চি * ৮ ইঞ্চি বেক প্যান এ দিয়ে অভেন এ ২০-২৫ মিনিট ১৬০ ডিগ্রি সেঃ এ বেক করতে হবে।
বেক হয়ে গেলে নামিয়ে জ্যাম মিক্স উপরে দিয়ে রোল বানিয়ে ফ্রিজ়ে রেখে দিবে।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




