প্রিয়, ব্লগার ভাই বোনেরা,
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
হিন্দু ভাইয়েরা আদাব নিবেন।
বাংলা বিহার উড়িষ্যার,, থুক্কু, বাংলা ভাষার সর্ব বৃহৎ প্লাটফর্মে, এক মাস তিন দিনে আজকে আমাকে প্রথম পাতায় একসেস দেওয়া হয়েছে। ধন্যবাদ এবং আমি বমি বমি অনুভব করছি, (গর্বে .............. হয়ে গেলাম)।
খুশির দিনে আপনাদের জন্যে পার্টি দিব। স্ন্যাক্স, পানিয়, ধোমা সবই আছে।
প্রথমে স্থুল বডির ব্লগার জন্যে
মিষ্টি, ভুরি বাড়াইতে সাহায্য করব, ঘপাঘপ মাইরা দেন।
মিডিয়াম ক্লাসের জন্যে এই আয়োজন ..............
এইবারে হায়ার ক্লাস ব্লগার রা আসেন।
এইগুলো কিন্তু আতরের বোতল না, তয় অল্পতেই কাম হয়
যাদের সাদা পানিতে এলার্জি আছে, তাহাদের জন্যে হইলদা পানি, কি খুশিতো?
ধুমপানে মৃত্যু হয়। সো, বুইজা শুইনা নিচের দিকে তাকান।
বিড়ি টানতে টানতে আগে দুইটা পোষ্ট দিছিলাম, দেইখা আসেন। কমে্ট করতে ভুইলা গেলে, মাইরি পরের বারে বিড়ি দিমুনা...........।
১) দি সাহার খাতুন যা করতে পারেনাই আমি তাহা করিয়া দেখাব....
২) ছেচঁড়ার ছেচঁড়ামো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




