হ্যাপী বার্থ ডে টু আরিশা।
আগামী কাল অর্থাৎ ১৪ জানুয়ারী আমার মেয়ে আরিশার দ্বিতীয় জন্ম বার্ষিকী। ২০১২ সালের ১৪ জানুয়ারীর দুপুর ১:২০ মিনিটে আমার আদরের মেয়ে আরিশা ওর মা'র কোল আলোকিত করেছে। আরিশার আগমন সব অপূর্ণতাকে করেছে পূর্ণ।
এরই মধ্যে বয়ে গিয়াছে অনেক সময়। এখন ও অনেক কিছু বুঝতে শিখেছে।
আমি সকালে যখন অফিসে আসি তখন ও আমার সংগে আসার জন্য ব্যাকুল হয়ে উঠে অনেক ক্ষেত্রে আমাকে লুকিয়ে অফিস আসতে হয় যখন অফিস থেকে বাসায় যাই তখন আমার কোলে আসার জন্য অস্থির হয়ে উঠে না দেখলে বিশ্বাস করার মত নয়। আমি পাশ দিয়ে এদিক ওদিক গেলে ও আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে, অভিমান করে। সর্বোপরি কেঁদে ফেলে। ওর নাম আমিই দিয়েছি আরিশা।
যখন আরিশাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে নিই তখন “সে এক অদ্ভুত ভাল লাগা।”
ওর জন্য সকলের কাছে শুভ কামনা প্রত্যাশা করছি। যাতে সে খুব সাধারন একজন মানুষ হয়, এতো এতো সাধারন যাতে কেউ তাকে চাইলেও ভুলতে না পারে, অনেকটা মাটির মত । যা সব কিছুকে ধারন করে রাখে তার বুকের মাঝে।
সকলেই আমার মেয়ে আরিশাকে দো'আ করবেন। শুভ হোক আরিশার পথচলা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




