অনেকেই হয়তো আমার কথায় বিস্ময় প্রকাশ করবেন যে, কীভাবে কখন ইসরাইল আত্নসমর্পন করলো? হ্যাঁ অলরেডী ইসরাইল আত্নসমর্পন করেছে! কীভাবে আসুন সেটাই এখন আলোচনা করি।
ইসরাইলের আয়রন ডোম হলো স্বল্প দূরত্বের জন্য ব্যবহৃত ব্যবস্থা যার রেঞ্জ ৪ থেকে ৭০ কিলোমিটার। ডেভিড'স স্লিং প্রতিরক্ষা ব্যবস্থা মাঝারি পাল্লার যার রেঞ্জ ৪০ কিলোমিটার থেকে ৩০০ কিলোমিটার এবং অ্যারো সিস্টেম দীর্ঘ পাল্লার প্রতিরক্ষা ব্যবস্থার যার রেঞ্জ ২,৪০০ কিলোমিটার পর্যন্ত এছাড়াও আছে আরো নানা রকমের প্রতিরক্ষা ব্যবস্থা যেগুলো ভেদ করে একটি পাখিও উড়তে পারতোনা ইসরাইল সেটাই বলে। ইসরাইলের আরো আছে বিশ্বসেরা যুদ্ধ বিমান যার সমকক্ষ বা ধারে কাছেও কেউ নেই। আমেরিকা যদি সর্বশেষ প্রযুক্তির কোন যুদ্ধাাস্ত্র ২টি তৈরি করে তাহলে তারা তাদের ৫১ তম প্রদেশ অর্থাৎ ইসরাইলকে তার একটি দেয়।
এজন্যই ইসরাইলের একটা মিথ প্রচলিত ছিল যে, ইসরাইল আপরাজেয়, ইসরাইলে কেউ একটি ঢিল ছুঁড়লেও সেটা ইসরাইলের চোখ এড়াতে পারবেনা এবং তার রক্ষা নেই, একারনেই মধ্যপ্রাচ্যের হিজড়া রাজাবাদশারা রাতদিন সাতদিন ভয়ে তটস্থ থাকতো ভয়ে তাদের হাটু কাঁপতো। নেতানিয়াহু তার ব্যক্তিগত স্বার্থে ইরানকে খোঁচা দিতে গিয়ে ইসরাইলের সেই মিথ ভেঙ্গে গেছে। এক ইরানের কাছেই ইসরাইল ধ্বংসের দাড়প্রান্তে; যদি আমেরিকার সরাসরি ইরান ইসরাইল যুদ্ধে না জড়ায় তাহলে হয়তো গাজার মতোই ইসরাইলের পরিনতি হবে।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২৫ বিকাল ৩:১৩