
লোটাস কিন্তু এই লোটাস সৌন্দর্য ছড়ায় না ছড়ায় দুর্নীতি, আনন্দ দেয় না জনগণের সম্পদ লুণ্ঠন করে, চোখ জুড়ায় না আতঙ্ক ছড়ায় এই লোটাস হলো লোটাস কামাল। আওয়ামী সরকারের ১৫ বছরে তিনি ছিলেন পরিকল্পনামন্ত্রী এবং অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী হিসেবে পাঁচ বছর অর্থাৎ ১৮২৬ দিনে মাত্র ৭২ দিন অফিস করেছেন! বলা হতো তার ‘ডিমেনসিয়া’ হয়েছে অর্থাৎ নিকট অতীতের সবকিছু ভুলে যেতেন। সবকিছু ভুলে গেলেও ‘টাকা’ ভুলে যাননি। ভুলে যাননি ‘দুর্নীতি’। শেয়ারবাজার কেলেঙ্কারি থেকে, ব্যাংক লুট, জনশক্তি রপ্তানিতে প্রতারণা থেকে টেন্ডার জালিয়াতি!
দুবাইতে কাশমেরি কামাল, নাফিসা কামাল এবং লোটাস কামালের নামে অন্তত ১৮টি বাড়ির কিনেছেন। দুবাইয়ের অভিজাত ব্যয়বহুল পামবিচ এলাকায় নাফিসা কামালের একটি ব্যক্তিগত বাংলো বাড়ি রয়েছে, ঠিক পাশেই কাশমেরি কামালেরও একটি বাংলো বাড়ি রয়েছে। এসব বাড়ির মূল্য বাংলাদেশি টাকায় প্রায় ৯৩৭ কোটি টাকা। নাফিসা কামাল সেখানে এনকে স্পোর্টস নামে একটি কোম্পানি তৈরি করেছেন। এই প্রতিষ্ঠানের বিনিয়োগের পরিমাণ বাংলাদেশি টাকায় ৭৫০ কোটি টাকা
কাশমেরি কামাল দুবাইতে অরবিটাল ইন্টারন্যাশনাল একটি নিবন্ধিত কনস্ট্রাকশন কম্পানি আছে যা সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকায় তারা ছয়টি আবাসন প্রকল্পের কাজ একযোগে করছে যা সম্পন্ন করতে ব্যয় হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০০০ কোটি টাকা।
২০২২ সালে কাতারে বিশ্বকাপের সময় নাফিসা কামাল সেখানে বিনিয়োগ করেছেন যার পরিমান জানা যায়নি এই বিনিয়োগের সূত্র ধরে তিনি কাতারে এখন একজন নিবন্ধিত ব্যবসায়ী। কাতারের স্টক এক্সচেঞ্জেও বিপুল পরিমাণ বিনিয়োগ রয়েছে। নাফিসা কামাল এবং কাশমেরি কামাল সৌদি আরবেও একটি শপিং মল তৈরির জন্য অনুমতি চেয়েছেন। সৌদি আরবের দুটি ফুটবল ক্লাবের শেয়ার কেনার জন্য নাফিসা কামাল আবেদন করেছেন। এসব শেয়ার কিনতে গেলে ন্যূনতম বাংলাদেশি মুদ্রায় ৫০০ কোটি টাকার জামানত প্রয়োজন হয়।
দুবাই ও শারজাহ শহরে নাফিসা কামালের এই ফ্যাশন ডিজাইনের ছয়টি আউটলেট রয়েছে। এসব আউটলেটের মাধ্যমে আমদানিকৃত দামি বিলাসী পোশাক বিক্রি করা হয়। সম্প্রতি নাফিসা কামাল সেখানে একটি কসমেটিকস কোম্পানি খুলছেন। এই কসমেটিকস কোম্পানি বিশ্বের অন্যান্য দামি ব্র্যান্ডের সঙ্গে সংযুক্ত হবে। শারজাহতে এই কসমেটিক ফ্যাক্টরির জন্য জমি ক্রয় করা হয়েছে বহু কোটি টাকা খরচ করে।
মালয়েশিয়া, যুক্তরাজ্য, কানাডা রয়েছে শত শত কোটি ডলার। ভানুয়াতুতে ১ লাখ ৩০ হাজার ডলারের বিনিময়ে নাগরিকত্ব গহণ করেছে কামাল পরিবার। এসবের কী কোন উত্তর আছে আওয়ামী ঘরানার সাধুদের কাছে?
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২৫ দুপুর ২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




