দুর্দান্ত কাফেলা ভাইয়ের পোস্ট দেখে গিয়েছিলাম গোলাপ গ্রাম। আমাদের আশেপাশেই এত সুন্দর সুন্দর জায়গা আছে আমরা তা না দেখেই দৌড়াই বিদেশ। অবশ্য এর জন্য আমাদের অব্যবস্থাপনাই দায়ী। আপনি কোন একদিন প্ল্যান করলেন ঢাকার মধ্যেই কোথাও যাবেন হাতে আপনার বাড়তি সময় ধরে রাখাই লাগবে। কারন কখন কোন কারনে, কোন ভিভিআইপি রাস্তায় নামবেন আর আপনি মিনিটের পর মিনিট এক জায়গায় আটকে থাকবেন তার গ্যারান্টি নাই কোন। আর এসব কারনে কোথাও যাওয়ার ইচ্ছেটাই চলে যায়। থাক এসব আর না বলি। গোলাপ গ্রাম দেখে আসি।
প্রথমে গোলাপ গ্রাম যাওয়ার একটু ইতিহাস বলি। আমার প্রায় প্রতি শুক্রবার/ শনিবারে অফিস করা লাগে আর এই দুদিন অন্যান্য দিনের চেয়ে আর্লি আসতে হয় অফিসে, ৯ টার মধ্যে। শুক্রবার ড্রাইভারের ছুটি আর শনিবার মেয়ের স্কুল ছুটি বলে এত সকালে ড্রাইভার আসেনা। তো এই দুদিন আমি আমার শিক্ষিত ড্রাইভার নিয়ে আসি। মানে আমার জামাই
খুব অল্প দুরত্বে এত সুন্দর একটা জায়গা আছে না গেলে জানতাম না। সাভার বিরুলিয়া ব্রিজ দিয়ে গেলে একদম কাছে। যাওয়ার ডিরেকশন পাবেন কাফেলা ভাইয়ের পোস্ট থেকে।

দারুণ না ? এমন অনেকগুলো বাগান আছে এই গ্রামে।





একটা সুন্দর ঘাট ও আছে। এখানে কিছুক্ষণ বিরতি নিয়ে নিতে পারেন।




বিক্রির জন্য জমানো গোলাপ



বোনাস




একটুকু প্রশান্তি
ইহা একটি হাজিরা মূলক পোস্ট
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




