আমার মা বলতেন একটা হিন্দি সিনেমার কথা। সিনেমার নাম মনে নাই। তবে একটা সংলাপ মনে আছে। সংলাপটা হল - যো কুচভি হোতা হ্যায় সুরমা লাগাও।
মানে যাই হোক না কেন সুরমা লাগাও
সিনেমার মধ্যে একটা কমেডি চরিত্র ছিল। সে ডাক্তার। তার কাছে কোন রোগী গেলেই এই সংলাপটা বলত।
একবার পেট খারাপের রোগী গেল। উনি এই সংলাপ বলে দিলেন। রোগী বাড়ি গিয়ে তার পেটের উপর সুরমা লাগিয়ে বসে থাকল। কিন্তু পেট খারাপ তো আর কমে না।
রোগী এবার রেগে মেগে ডাক্তারের চেম্বারে হাজির। ডাক্তার রোগীর চেহারা দেখেই বুঝে ফেলেছে মার খাওয়ার সময় হয়েছে। ডাক্তার পালানোর আগেই রোগী তাকে ধরে ফেলেছে। তারপর ডাক্তারের পেটে সুরমা লাগাতে লাগাতে বলছে , যো কুচভি হোতা হ্যায় সুরমা লাগাও।
আমাদের দেশটাও একই অবস্থা। যাই ঘটুক না কেন, টাকা বরাদ্দ হচ্ছে। লোকজন চুরি করছে। অবস্থা বদলাচ্ছে না।
পানি উন্নয়ন বোর্ড ৫০ বছর ধরে উন্নয়ন করেই যাচ্ছে। অথচ প্রতি বছর সারা দেশ বন্যায় তলিয়ে যায়। পৃথিবীর বহু দেশে বন্যা মুক্ত হয়ে গেছে। কারণ টেকসই বাঁধ, ড্যাম, ব্যারেজ ইত্যাদি তৈরি করে তারা বন্যার পানিকে কাজে লাগিয়েছে।
আর আমাদের চোরের দল প্রতি বছর বাধ ভাঙ্গলে খুশি হয়। যত বেশি ভাঙ্গবে তত বেশি সুরমা লাগানো চলবে।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৫