পরকীয়া; শব্দ টা শুনলেই মনের মধ্যে অন্য রকম একটা ফিলিংস! কখনও ঘৃণার, কখনও মধুর, আবার কখনও আফসোসের
পরকীয়া কেন মানুষ করে বা কেনইবা এই জিনিষ এত মধুর লাগে সেই গিয়ানী বিশ্লেষণে আমি যাব না, সেটা বিশ্লেষণ করার মত এত গ্যান আমার নেই। তবে আমার মনে হয় পরকীয়ার মধ্যে সত্যই কোন যাদু আছে নইলে মানুষ এত রিক্স নিয়ে এক ঝামেলা করে তা করতে যাবে কেন! পরর্কীয়ার জন্য সংসার ভাঙ্গা তো মামুলী ব্যাপার, খুন খারাবীর মত ঘটনাও অনেক ঘটছে। তারপরও মানুষ কেন পরকীয়ার দিকে ঝুকছে?? যারা পরকীয়া করে তাদের কে খুব খারাপ প্রজাতীর ভাবার কোন কারণ নেই, তারা সবাই লুচ্চা ক্যাটাগরীর এমন ভাবারও কোন কারন নেই। পরকিয়া যারা করে তারা আমার আপনার মত সাধারন মানুষ; পরকীয়া শব্দ শুনলে যারা নাক সিটকায় বা এর বিরুদ্ধে বিশাল বক্তৃতা দেয় তারাও অনেক সময় এধরনের রিলেশনে জড়িয়ে পড়ে গোপনে। বিয়ের আগে অনেকেই এই ধরনের রিলেশনকে চরম ঘৃণা করে কিন্তু নিজের বিয়ের ২/৩ বছর পরে সঙ্গীর প্রতি বিতৃষ্ণ হয়ে অন্য নারী/পূরুষ এর দিকে ঝুকে পড়ে। পরকীয়া করছে অথচ সংসার - সন্তানের প্রতি দায়িক্ত পালন করে যাচ্ছে খুব ভাল ভাবে এমন লোকের সংখ্যাও কিন্তু কম নয়। স্রেফ মজা করার জন্য মানুষ এত বড় রিক্স নিতে যেত না। মানূষ তার মনের প্রয়োজনে শরীরের প্রয়োজনে পরকীয়ার দিকে ঝুকছে। নৈতিকতা বা সামাজিক বিচারে পরকীয়া অবশ্যই খুব খারাপ জিনিষ। তবে এক সময় আমাদের দেশে প্রেম করাও তো এক মহা অন্যায়ের ব্যাপার ছিল; প্রেমের কথা অভিভাবকদের কাছে বলার তো প্রশ্নই উঠেনা, অনেক ক্ষেত্রে বন্ধুদের কাছে ও লুকিয়ে রাখতে হতো। লুকিয়ে লুকিয়ে করতে হতো বলে হয়ত তখন প্রেমের গভীরতাও ছিল। এখন প্রেমের গভীরতা মাপার আগের শরীরের গভিরতা মাপা হয়ে যায় তাই প্রেম আর গভীরে যেতে পারে না, শিকড় সহ উঠিয়ে আরেক জায়গা লাগানো হয়।
যারা পরকীয়া করেন তারা প্রত্যেকে তাদের নিজেদের মত করে একটা ব্যাখ্যা দাঁড় করিয়ে নিয়েছেন। অনেকেই এটা তাদের শরীর বা মনের পোয়োজনে একটা সম্পর্কের কথা বলেন।পরকীয়া এখনও আমাদের দেশে লুকিয়ে লুকিয়ে করতে হয়। (খুব কম লোকের এমন হিম্মত আছে যারা প্রকাশ্যে পরকীয়া করার সাহস রাখে
আসলেই কি পরকীয়া প্রেম??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


