একবার এক সদ্য পাশ করা ডাক্তার বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম - মানুষের শরীরের কার্পাস ক্যালুসাম যদি কেটে ফেলা হপ্য তাহলে কি হতে পারে?
বন্ধুবর হালকা চিন্তা করে বলেছিল- কি হবে আর? মরে যাবে।
এই হল আমাদের ডাক্তারদের অবস্থা!!!
এখানে বলে রাখি কার্পাস ক্যালুসাম হল মানুষের বাম আর ডান মস্তিষ্কের সং্যোগ সাধনকারী একটা অংশ যার মাধ্যমে ডান ও বাম মস্তিষ্কের সং্যোগ ও তথ্য আদান প্রদান করতে পারে। এপিলেপ্সী বা মৃগী রোগীদের একবার এই অংশট বিচ্ছিন্ন করে দিয়ে পরীক্ষা করে দেখা হয়েছিল যে, তাদের মৃগী রোগ ভাল হয়ে গেছে ঠিক কিন্তু নানা ধরনের সমস্যা দেখা দিয়েছিল। এক্ষেত্রে দক্ষ সার্জন যদি সার্জারী করে তবে মারা যাওয়ার কোন সম্ভাবনা থাকে না।
মানুষের বাম মস্তিষ্ক শরীরের ডান দিক নিয়ন্ত্রণ করে আর ডান মস্তিষ্ক শরীরের বাম দিক। তাই কার্পাস ক্যালুসাম বিচ্ছিন্ন ব্যাক্তির তথ্য আদান প্রদানের সমস্যা হেতু তারা সব ধরনের স্বাভাবিক কার্যক্রম করতে পারে না বিশেষ করে এক চোখ বন্ধ করে অন্য চোখ দিয়ে যদি দেখে তাহলে এর বিপরীত দিকের অংগ প্রত্যংগ রেসপনস করে না। উদাহরণস্বরূপ, বাম পাশের মস্তিষ্ক পড়া, লেখা, গণনা বা গাণিতিক সমস্যা চিহ্নিত করতে পারে আর ডান পাশের মস্তিষ্কের হেমিস্ফিয়ার চিত্র বা অংকন চিহ্নিত করতে সক্ষম।
এখন যদি আপনার উক্ত সং্যোগটি বিচ্ছিন্ন থাকে তবে আপনার শুধু ডান চোখ খোলা থাকলে আপনার শুধু মাত্র বাম মস্তিষ্ক কাজ করবে আর যদি ডান চোখ খুলে রাখেন তবে বাম মস্তিষ্ক এক্টিভ থাকবে। অর্থাৎ, শুধু মাত্র বাম চোখ খোলা রেখে যদি আপনাকে বলা হয় একটা চিতে বা নকশা দেখে অংকন করার জন্য, আপনি অনেক চেষ্টা করেও তা পারবেন না- উপরুন্ত আপনার ব্রেইন উত্তপ্ত হয়ে যাবে। ঠিক একই ভাবে ডান চোখ বন্ধ করে যদি বলা হয় কোন একটা সামান্য যোগ বিয়োগের অংক করতে, তাও আপনি পারবেন না! কি অদ্ভুদ ব্যপার! তাই না?
মানুষের শরীর আসলেই অদ্ভুদ। কিন্তু আমাদের দেশের ডাক্তার যারা হয়, বেশিরভাগই না বুঝে মুখস্ত করে ডাক্তারী পাশ করে ফেলে। তাদের কাছে ডাক্তার পদবীটা একটা স্ট্যাটাস মাত্র। এমন অনেক ছাত্র আছে, যারা মেডিক্যাল বা মানুষের শরীর খুব ভাল বুঝতে পারে কিন্তু মুখস্ত করতে পারে না বলে মেডিক্যাল এ সুযোগ পায় না। একজন মেডিকেলের ছাত্র ছাত্রীকে মূলত নিজের দ্বায়ে ও কৌতুহলে শিখতে হবে। অনেক পাবলিকেশনস পড়তেও হবে ছাত্র অবস্থায়। একজন ভাল ডাক্তার হতে গেলে কৌতুহল আর আগ্রহ থাকতেই হবে। কিন্তু আমাদের দেশে আমরা ভিন্ন চিত্র দেখতে পাই। তারা স্ট্যাটাস এবং অর্থের জন্যই বেশিরভাগ ডাক্তারী পড়ালেখা করে। যা দেশের মেডিক্যাল সেক্টরকে এক অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে।
আপ্নিও আপনার পরিচিত ডাক্তারকে এই প্রশ্ন জিজ্ঞেস করে তাদের একটু যাচাই করতে পারেন যে, কার্পাস ক্যালুসাম কেটে দিলে কি হয়? তবে এমনটাও নয় যে, এর প্রশ্নের উত্তর দিতে না পারলে সে খারাপ ডাক্তার! কিন্তু এই ধরনের সৃজনশীল প্রশ্ন দিয়ে ডাক্তারদের বেসিক জ্ঞান সম্পর্কে ধারনা পাওয়া যেতেই পারে!
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৭:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




