এখন তাই শুধু প্যারোডি নিয়ে ই বলা যায় - তিনি প্রশংসার দাবী রাখেন। চমৎকার লেগেছে। অবশ্য মাত্রায় গোলমাল আছে কয়েকটি জায়গায়। তবুও চেষ্টা করার জন্যে তাঁকে অভিনন্দন। কয়েকটি পংক্তি প্রায় স্মরণীয় হয়ে উঠেছে বলা চলে।
এটি তিনি লিখেছেন কিনা সেটি বোঝার কোনো উপায় নেই, তবু ধরে নিচ্ছি তিনিই লিখেছেন (যেহেতু অন্য কারো নাম এতে যুক্ত নেই)। লেখার উৎস উললেখ করাটি ভদ্রতা, এটি সবার বিবেচ্য।
যেহেতু সাইট - প্রভুরা এখনও অন্য কারো পোস্ট্লের সঙ্গে লিংক করার কোনো ব্যবস্থা করে উঠতে পারেননি তাই আলাদা পোস্ট করতে বাধ্য হচ্ছি।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০০৬ দুপুর ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




