ব্লগের প্রিয় ভাই ও বোনেরা আমার,
নিশ্চয়ই ভালো আছেন। আমিও আছি ...।
তো একটা বিষয় নিয়ে অনেকদিন ধরে ভাবছি ... আমরা আমাদের ভাষা, সংষ্কৃতি, জাতীসত্ত্বা নিয়ে সার্বভৌম এক রাষ্ট্র বাংলাদেশ। অথচ গুজরাট, মিজোরাম, তামিল, পাঞ্জাব পৃথক ভাষা - পৃথক সংষ্কৃতি নিয়ে এক জাতীসত্ত্বার পরিচয় বহন করে। ... কিভাবে? ... কেন?
আমাকে নির্দ্ধিায় ভারতবিরোধী বলতে পারেন, তাতে যাবেও না কিছু, আসবেও না কিছু। একটা প্রশ্ন করবো, যার উত্তর এখনি ধ্যান করুন।
** ১৯০৫ সালে যদি বঙ্গ ভঙ্গ না হতো তাহলে ১৯৪৭ সালে কি হতো? **
(-চলবে-)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




