আমি ভয় পাইতেছি। বড়ই ভয় পাইতেছি। বিবাহ নামক বিষয়টির সাথে জড়াইতে আমি বড়ই ভয় পাইতেছি। কারণ ইহার সাথে একজন নারী জড়িত থাকিবেন। নারী জাতিকে আমার ভীষণ ভয়। বিবাহের পূর্বেই নারী সংক্রান্ত জটিলতায় আমি হতাশ এবং বিমর্ষ। আজ আমার খুব কষ্টের দিন।
বিশ্ববিদ্যালয়ে পড়িবার সময় একজন শিক্ষিকার সাথে আমার বোলচাল হইয়াছিল। তিনি পরবর্তীতে আমাকে খুব একটা পছন্দ করিতেন না। কিন্তু আমি করিতাম। কারণ তিনি নারী। ফর্সা এবং মসৃন ত্বকের অধিকারিনী। তো সেই নারী (আরো কয়েকজনের সাথে) আমাকে এমএ ক্লাশে থিসিস দিতে বিরোধীতা করেছিলেন। আমি তখন থিসিস পাইনি। পরবর্তীতে আমি এমফিল করিতে গেলাম। তো সেই নারী আবার আমার পরীক্ষক হইলেন।
অতপর আমি অদ্য শুনিতে পাইলাম, আমার পিএইচডিতে উত্তীর্ন হইবার পথ তিনি অবরুদ্ধ করিয়া ফেলিয়াছেন। আমার রিপোর্টের কড়া সমালোচনা করিয়া তিনি সুপারিস করিয়াছেন আমাকে এমফিল ক্লাশেই রাখিবার। অতপর, আমি রহিয়া গেলাম- এমফিলেই। অথচ আমার আর এক সতীর্থকে উত্তনী হইবার অনুমতি দেওয়া হইয়াছে।
তাই বলিতেছি, আমার ভবিষ্যৎ অনিশ্চিত। নারী ঘটিত বিষয়ে আমি ভীষণ ভয় পাইতেছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




