একদা আমিও ছুঁয়েছিলাম একটি রক্তজবা,
আমিও গলায় পড়েছিলাম একটি বকুলের মালা-
এর থেকে কম কিছু নয়।
অতঃপর,
বকুলের মালার মত
তোমার দু'হাতের বেষ্ঠনী ছিড়ে পড়ল,
বকুলেরা ছড়িয়ে ছিটিয়ে রইল এখানে সেখানে।
দু'একটি হয়ত কুড়িয়ে নিয়েছিল কেউ কেউ,
বাকিরা পদদলিত হল,
আমাদের অজান্তে, তোমারই আমারই পায়ে।
আম রক্তজবা?
তার কথা আর নাই বললাম, সে এক করুণ ইতিহাস!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




